‘ছাত্র সমাজ’ কারা তারা? কোথায় বিচারের দাবি! ধন্দে আম বাঙালি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘ছাত্র সমাজ’ নবান্ন অভিযানের আহ্বান করেছে। এতে নেই সিপিএম, কংগ্রেস বা তৃণমূলের কোনও ছাত্র সংগঠন। তৃণমূলের এতে থাকার কথাও নয়। কিন্তু এই ছাত্র সমাজ! কারা তারা? শুধুই বিজেপি ও আরএসএস? উত্তর কার্যত নিশ্চিত। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ যে গেরুয়া শিবিরের সংগঠন, তা নিয়ে সংশয়ের আর অবকাশ নেই। ২৭ আগস্ট যত এগিয়ে আসছে, সমাজ মাধ্যম থেকে চায়ের দোকান; সর্বত্র চলছে উস্কানি। এই কর্মসূচিকে ঘিরে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগও বিশৃঙ্খলা সৃষ্টির আঁচ পেয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, মিছিলকে ঢাল করে দুষ্কৃতীরা পুলিশকে আক্রমণের ছক কষছে। নির্দোষ পড়ুয়াদের সামনে এগিয়ে দিয়ে, তাঁদের ফাঁদে ফেলার চেষ্টা চলছে।
ইউজিসি-নেট পরীক্ষা রয়েছে মঙ্গলবার। বিশৃঙ্খলার আঁচ পেয়ে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে সমাজ মাধ্যমে। সমাজ মাধ্যমে গজিয়ে ওঠা এ সংগঠন এতই ছাত্রপ্রেমী প্রেমী যে, তারা জানেই না ইউজিসি-নেট কবে। তারা তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে ন্যায়বিচার চায় না। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নবান্ন অভিযানের নামে অশান্তির আবহ তৈরি করতে বেশি আগ্রহী তাঁরা। ভার্চুয়াল পর্দা সরিয়ে সামনে আসেন তিন যুবক—প্রবীর দাস, শুভঙ্কর হালদার ও সায়ন পালিত। তাঁরা নিজেদের ছাত্র সমাজের প্রতিনিধি বলে দাবি করেছেন।
‘ছাত্র সমাজ’-এর এই তিন প্রতিনিধির রাজনৈতিক ঠিকুজি বেরিয়ে গিয়েছে। বিজেপির নানান সংগঠনের সদস্য এই তিনজন কী করেন, তা সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বাংলাদেশে ছাত্রদের নামে এক উগ্র আন্দোলন মানুষ দেখেছে। মনে করা হচ্ছে, অনুপ্রেরণা সেখান থেকেই। ছাত্র-যুবদের আকর্ষণ করতে বেশকিছু সোশ্যাল মিডিয়া পোস্টে নবান্ন অভিযানকে দেশাত্মবোধ জাগরণের মোড়ক দেওয়া হচ্ছে।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সাফ বলেছেন, ‘ছাত্র সমাজ বলে কোনও সংগঠন নেই। এসব এবিভিপির পিছনের দরজার নেমপ্লেট। শুভঙ্কর হালদার এবিভিপির নবদ্বীপ শাখার সভাপতি, তাঁর নামে একাধিক অভিযোগ রয়েছে।’
বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, ‘জানতে পারলাম একটা নবান্ন অভিযান আছে। এখানে আমার নাম যুক্ত করা হচ্ছে, আমরা ধিক্কার জানাচ্ছি। মানুষের আন্দোলনকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি অপচেষ্টা। এর সঙ্গে বাম সংগঠনের কোনও যোগাযোগ নেই। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না।’
সংগ্রামী যৌথ মঞ্চ এবং ন’টি চাকরি প্রার্থীদের সংগঠন নবান্ন অভিযানে সমর্থন জানিয়েছে।