উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গকে বাংলা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টাকে বরদাস্ত করবে না আদিবাসীরা

August 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঞ্চনার জিগির তুলে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গে উস্কানি ছড়ানোর অভিযোগ উঠছে বিজেপির নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। কখনও উত্তরবঙ্গকে সরাসরি উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কখনও আবার উত্তরবঙ্গের স্বার্থে কেএলও প্রধান জীবন সিংহের হাত ধরার কথা বলেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও। উত্তরবঙ্গের মাটিতে পা রেখে একইভাবে উস্কানি ছড়ানোর অভিযোগ উঠেছে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও। রবিবার জলপাইগুড়িতে শান্তনু বলেন, উত্তরবঙ্গের মানুষ যা চাইবে, এখানে তাই হবে। আমি মনে করি, এখানে কেন্দ্রীয় শাসন জারি হওয়া উচিত। রবিবার জলপাইগুড়িতে মতুয়াদের একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ছিলেন স্থানীয় বিজেপি সাংসদ জয়ন্ত রায়।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর এমন মন্তব্যের পরই গর্জে উঠেছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। সংগঠনের রাজ্য সভাপতি বিরসা বলেন, বাংলায় আমরা ভালো আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদিবাসীদের জন্য অনেক কিছু করেছে। এখন পাট্টা মিলছে। করম পুজোয় ছুটি ঘোষণা করেছে রাজ্য। এটা আদিবাসীদের গর্বের বিষয়। আমাদের আরও কিছু দাবি আছে। সেগুলোও মিটবে বলে আশাবাদী। তবে কোনওভাবে উত্তরবঙ্গকে বাংলা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টাকে বরদাস্ত করা হবে না। আদিবাসীরা বুক চিতিয়ে লড়াই করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #North Bengal, #Bengal partition, #Akhil Bharatiya Adivasi Vikas Parishad

আরো দেখুন