রাজ্য বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ড নিয়ে একের পর এক মিথ্যে ছড়াচ্ছে BJP? বিস্ফোরক অভিযোগ সাগরিকা, মহুয়াদের

August 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫০ গ্রাম সিমেন থেকে ভাইরাল অডিও; একের পর এক ‘Fake News’ ছড়ানো হয়েছে আরজি কর কাণ্ড নিয়ে। খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতিও সরব হয়েছে এর বিরুদ্ধে। এবার বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই ঘটনা নিয়ে মিথ্যে ও ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ আনলেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।

আজ, এক বেসরকারি ডিজিটাল সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত লেখেন সাগরিকা। তাঁর লেখার মূল নির্যাস হল, ‘আরজি কর কাণ্ড নিয়ে ভুলে ভরা তথ্য সম্প্রচারিত হচ্ছে। রাজনৈতিক ফায়দা তুলতে কলকাতা পুলিশের নামে মিথ্যে খবর রটাচ্ছে বিজেপি।’

সরব হন মহুয়াও, লোকসভার তৃণমূল সাংসদ এক্স পোস্টে লেখেন, “এটা গণধর্ষণ ছিল না, কোনও অস্থি ভাঙা ছিল না, তাড়াহুড়ো করে মৃতদেহ সৎকার করা হয়নি এবং ময়নাতদন্তের ভিডিওগ্রাফ করা হয়েছিল। খুনি বারো ঘন্টার মধ্যে ধরা পড়ে এবং এখন সিবিআই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে। আমরা সবাই আমাদের ৩১ বছরের মেয়ের জন্য দুঃখিত, যে এই পশু দ্বারা ধর্ষিত হয়েছিল। এখানে কোনও “আমাদের” নেই এবং কোনও “তারা” নেই। সবাই দ্রুত বিচার চায়।”

TwitterFacebookWhatsAppEmailShare

#fake News, #bjp, #Sagarika Ghose, #RG Kar case, #Mahua Moitra

আরো দেখুন