নিখোঁজ চার শিক্ষার্থী? গুজব ছড়ানো হচ্ছে, জানালো রাজ্য পুলিশ
August 27, 2024 | < 1min read
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গত রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে নিয়ে একটি গুজব ছড়ানোর চেষ্টা করছেন একজন রাজনৈতিক নেতা। আসল সত্য হলো ,কেউ অনুপস্থিত নয়।
এই চারজন শিক্ষার্থী মঙ্গলবার নবান্ন অভিজানের সময় বড় আকারের হিংসা সংগঠিত করার পরিকল্পনা করছিল, এবং হত্যা ও হত্যার চেষ্টার ষড়যন্ত্রে জড়িত ছিল। জননিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পরিবারকে জানানো হয়েছে, সমাজমাধ্যমে জানিয়েছে রাজ্য পুলিশ।
A certain political leader has been trying to create a false narrative about four students who have apparently been missing since last night. The truth is, nobody is missing..(1/2)
The four were planning to orchestrate large-scale violence during the Nabanna Abhijan today, and were involved in a conspiracy of murder and attempted murder. They have been arrested in the Interest of public safety and security, and their families have been informed.(2/2)
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে একটি অভিযোগ আনেন। ত্তার উত্তরেই রাজ্য পুলিশের এই পোস্ট বলে মনে করা হচ্ছে।
The following Student Activists who were distributing food to the volunteers, who were arriving at Howrah Station, suddenly went missing after midnight :-