রাজ্য বিভাগে ফিরে যান

আন্দোলনরত ডাক্তাররাই নবান্ন অভিযানে নেই !

August 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ ৷ নির্যাতিত ওই মহিলা চিকিৎসকের বিচারের দাবি চেয়ে এই নবান্ন অভিযান বলে দাবি তাদের ৷ তবে ১৮ দিন ধরে বিচারের দাবিতে আন্দোলন চালাতে থাকা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নবান্ন অভিযানের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই ৷ নবান্ন অভিযান যে তাঁদের কর্মসূচি নয়, আর সেখানে তাঁদের কোনও প্রতিনিধি অংশ নিচ্ছে না,। ছাত্র সমাজের ডাকা মঙ্গলবার নবান্ন অভিযানের আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে, যৌন নিগ্রহ থেকে আরএসএস যোগ, মিছিলের আগে অস্বস্তিতে পড়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।

সোমবার একটি গণ কনভেনশনের ডাক দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন। আরজি কর হাসপাতালের ওই মর্মান্তিক ঘটনার বিষয়ে নিজেদের মতামত জানান, সোহিনী সরকার, জিতু কমল থেকে মিরাতুন নাহার। সেই কনভেনশনের পরেই তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দেয় জুনিয়র চিকিৎসক্ ফ্রন্ট। মঙ্গলবারের নবান্ন অভিযান নয়, ২৮ অগস্ট অর্থাৎ বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তারা একটি মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দুপুর ১২টা থেকে শুরু হবে এই মিছিল ৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সেই মিছিলে পা-মেলানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

চিকিৎসক সংগঠনের তরফ থেকে ডাকা হয়েছিল সোমবারে এই গণ কনভেনশন। এই কনভেনশন -এর অনুষ্ঠান থেকেই তাঁদের আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হয়। তবে প্রত্যেকটা কর্মসূচি ঘোষণা করার সময় তারা স্পষ্ট করে দেন, “কোনও রাজনৈতিক রং নয়, সাধারণ মানুষ হিসেবে তাঁদের পাশে দাঁড়াতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #health workers, #doctors, #nabanna abhijan, #West Bengal

আরো দেখুন