উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারের ভারতভুক্তি চুক্তি দিবস পালিত হল বুধবার

August 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৮ অগাস্ট ১৯৪৯ সালে ভারতের গভর্নর জেনারেলের সঙ্গে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদূরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি ‘কোচবিহার রাজ্যের ভারতভুক্তি চুক্তি’ নামে পরিচিত। সেই চুক্তি অনুসারে ১২ সেপ্টেম্বর ১৯৪৯ সালে কোচবিহার রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে চুক্তির দিনটিকে আলাদা করে মান্যতা দেওয়া হয়।

বুধবার ছিল ২৮ আগস্ট। এদিন সকালে হলদিবাড়িতে পালিত হয় কোচবিহারের ভারতভুক্তি চুক্তি দিবস। এদিন হলদিবাড়ি ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় এবং বক্সিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের আঙুলদেখা বাজারে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বংশীবদন পন্থীর পক্ষ থেকে দিনটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাত্তারুল হক সরকার, হলদিবাড়ি ব্লক সভাপতি হুমায়ুন কবীর সরকার, সম্পাদক প্রশান্ত বর্মন প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism, #Palace, #Coochbehar

আরো দেখুন