যোগী রাজ্যে নারী নির্যাতন-ধর্ষণ যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, একের পর এক মর্মান্তিক খবর সামনে আসছে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্ভয়ার স্মৃতি উস্কে হাথরস গণধর্ষণকাণ্ড যোগী সরকারের মুখ পুড়িয়েছে। যোগীর পুলিশের বিরুদ্ধেই উঠেছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ। গভীর রাতে তড়িঘড়ি কেন নির্যাতিতার দেহ সত্কার করা হল, সে প্রশ্নে জেরবার যোগী প্রশাসন। তার অনেক আগে থেকেই অবশ্য একাধিক ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধীরা। কিন্তু উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। যোগী প্রশাসন যতই নারী সুরক্ষার ব্যাপারে আশ্বাস দিক, বাস্তব পরিস্থিতি যে বদলাচ্ছে না, তা প্রমাণ মিলছে প্রায় নিত্যদিন নারি নির্যাতনের ঘটনা সামনে আসায়।
গত ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশে নাবালিকাদের ওপর যৌন নিপীড়নের দুটি ঘটনা খবরে উঠে এসেছে।, সোমবার বরেলি জেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে তার দুই সহপাঠী ধর্ষণ করে এবং আগ্রা জেলায় নয় বছর বয়সী এক কিশোরীকে তার প্রতিবেশী যৌন নির্যাতন করে বলে অভিযোগ।
স্থানীয় খাপ পঞ্চায়েত পুলিশের কাছে ঘটনার কথা না জানানোর ফরমান জারি করলে বরেলির ১৩ বছর বয়সী নির্যাতিতা ওই কিশোরী পরের দিন গায়ে আগুন ধরিয়ে দেয়। নবম শ্রেণীর ওই ছাত্রীকে যাখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষনে তার দেহের প্রায় ৬০ শতাংশ ঝলসে গিয়েছিল। পথেই তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীকে দুই নাবালক বেরেলির একটি গ্রামে তার বাড়ির কাছে আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিশোরী সাহায্যের জন্য চিৎকার করলে তার বড় বোন ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু অভিযুক্তরা ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রামে এই ঘটনাটি নিয়ে পঞ্চায়েত বসে। সেখানে গ্রামবাসীরা নির্যাতিতার বাবাকে পুলিশে ধর্ষণের অভিযোগ না জানাতে বাধ্য করেছিল। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার নির্যাতিতা তার বাড়িতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের অন্য ঘটনাটি ঘটে আগ্রায়। ১৯ বছর বয়সী এক তরুণ তার প্রতিবেশী আট বছর বয়সী এক শিশু কন্যাকে নিজের বাড়ির ছাদে নিয়ে গিয়ে মঙ্গলবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর অভিযুক্ত ওই তরুণ নির্যাতিতা ও তার মাকে হত্যার হুমকি দেয়। বুধবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।