উত্তর না-পেয়ে, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনার দাবিতে ফের মোদীকে চিঠি মমতার
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে দ্বিতীয় চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই বিষয়ে মোদীকে গত ২২ তারিখ প্রথম চিঠি দেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সে চিঠির কোনও জবাব অদ্যাবধি আসেনি। দ্বিতীয় চিঠিতে যা নিয়ে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ প্রধানমন্ত্রী উত্তর না-দিয়ে বিষয়টিকে লঘু করে দিচ্ছেন।
একই চিঠিতে ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রককে জবাব দিয়েছেন মমতা। খোদ প্রধানমন্ত্রী উত্তর না-দিলেও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বাংলায় ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে খোঁচা দিয়ে জবাব দিয়েছিলেন। দ্বিতীয় চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের ফাস্ট ট্র্যাক কোর্টের সংখ্যা তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট ও ৬২ পকসো কোর্ট সচল রয়েছে। ইতিমধ্যেই আরও ফাস্ট ট্র্যাক কোর্ট ও দশটি পকসো কোর্টের অনুমোদন করেছে রাজ্য। ১১২, ১০৯৮, ১০০ ইত্যাদি হেল্প লাইনগুলোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে আবারও ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
দেখুন সেই চিঠি: