মেঘালয়ে বিরোধী দলের মর্যাদা মিলল তৃণমূলের, মুকুল হলেন দলনেতা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বাংলার বাইরে আরও এক রাজ্যে প্রধান বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল। সে’রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক সমর্থন করায় ডঃ মুকুল সাংমা বিরোধী দলনেতার মর্যাদা পেলেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা ৫। কংগ্রেসেরও পাঁচজন বিধায়ক ছিলেন। তিনজন কংগ্রেস বিধায়ক ইতিমধ্যেই শাসক ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দিয়েছেন। আরেকজন কংগ্রেস বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। অন্য আরেকজন অর্থাৎ একমাত্র কংগ্রেস বিধায়ক তৃণমূলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থনে মুকুল সাংমাকে বিরোধী দলনেতা হিসাবে বেছে নিলেন সে’রাজ্যের স্পিকার।
মুকুল একদা মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এখন তৃণমূলের হয়ে বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন তিনি। কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডো বিরোধী শিবিরের মুখ্য সচেতক নিযুক্ত হয়েছেন।