কলকাতা বিভাগে ফিরে যান

একের পর এক মিছিল আছড়ে পড়ছে শ্যামবাজারে, দুর্ভাবনার কালো মেঘ জমেছে ব্যবসায়ীদের মুখে

August 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক মিছিল। বৃহস্পতিবার আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে একের পর এক মিছিল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। একটা মিছিলের স্লোগানের স্বর থামতে না থামতেই, পিছনে এসে গেল আরেকটা মিছিল। এরকম দৃশ্য শেষ কবে দেখেছে শ্যামবাজার? আদৌ কি দেখেছে? দীর্ঘদিনের দোকানিরাও মনে করে বলতে পারলেন না।

তবে মিছিলের স্রোতে যে ব্যবসায় টান পড়ছে, সেই আঁচ পাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। মিছিল দেখলেই শ্যামবাজারের ব্যবসায়ীদের মুখে জমছে দুর্ভাবনার কালো মেঘ। ব্যবসা মার খাওয়ার আতঙ্কে সেখানকার ব্যবসায়ীরা। ইমিটেশনের দোকান, কাচের কাপ-প্লেটের দোকান, ফল ব্যবসায়ী সকলেই দুশ্চিন্তায়। এক বিক্রেতা বললেন, ‘আর জি করের ঘটনার পর থেকে আমাদের ব্যবসা মার খাচ্ছে। সামনে পুজো। জানি না, কী হবে! তবে এই অন্যায়ের বিচার আমরাও চাই। আমরাও প্রতিবাদকে সমর্থন করি।’

মিছিল আসার আগেই ব্যারিকেড করে পুলিস একেবারে প্রস্তুত ছিল। তার মধ্যেই একটি অ্যাম্বুলেন্স চলে আসে। পুলিস আর কী করবেন! তড়িঘড়ি দড়ি দিয়ে বেঁধে রাখা ব্যারিকেড খুলে দেয় পুলিস। আবার বেঁধে দেওয়া হয়। পিছন পিছন তিনটি মিছিলের স্রোত দেখে পুলিসও স্ট্র্যাটেজি বদলাল। বজ্র আঁটুনির ব্যারিকেড পুলিসই খানিক খুলে দিলেন। সেখান থেকে সব মিছিলের লোকজন ধীরে ধীরে বেরিয়ে গেলেন। এক দোকানি বলছিলেন, ‘আদৌ কি এভাবে জাস্টিস আসবে? শ্যামবাজার যেন হাওড়া স্টেশন। একের পর এক ট্রেন আসছে। প্ল্যাটফর্ম দেওয়া যাচ্ছে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Shyambazar, #Strike

আরো দেখুন