রাজ্য বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পট এঁকে গান বাঁধল পিংলার পটুয়া পাড়া

August 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি করের ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সমাজের নানান স্তরের মানুষ। নির্যাতিতার বিচারের দাবিতেই প্রতিবাদ। প্রতিবাদের ঢেউ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটুয়া পাড়াতেও।

এছাড়াও সাবিনা চিত্রকর, রুপসানা চিত্রকর, নাজিরা চিত্রকর, রাজেশ চিত্রকর এবং নাজরা চিত্রকর একত্রে সুর দিয়ে আরজি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বিচার চাইলেন। পটচিত্রের মাধ্যমে তাঁদের দাবি, “সঠিক বিচার পাক নির্যাতিতা, স্বাধীনতা পাক নারী সমাজ আর যেন কোনও মায়ের কোলশূন্য না হয়।”

নানা সময় দেশের নানান বিষয়কে উপজীব্য করে তুলির টানে পট চিত্র এঁকে গান বেঁধেছেন শিল্পিরা। এবার পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পট শিল্পের গ্রাম নয়া-তে পট শিল্পীরা তাঁদের রং তুলিতে ছবি এঁকে, সুর দিয়ে ‘আরজি কর’ নিয়ে আওয়াজ তুললেন, গান বাঁধলেন! গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা পট শিল্পী বাহাদুর চিত্রকর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pingla, #RG Kar Medical College Hospital, #RG Kar case, #potua para, #pot chitra, #West Bengal

আরো দেখুন