রাজ্য বিভাগে ফিরে যান

অপর্ণা সেনের উদ্দেশে ‘চটিচাটা’ স্লোগান নিয়ে সিপিএমের ফের বিলম্বিত বোধদয়!

August 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সিপিএমের রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে আরজি কর আন্দোলনের বিভিন্ন প্রেক্ষিতের কথা বলতে গিয়েই অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অরিজিৎ সিংহ, সৃজিত মুখোপাধ্যায়েদের নাম উল্লেখ করে সেলিম বার্তা দেন, কোনও ভাবেই এঁদের কটাক্ষ করা যাবে না। বরং, তাঁরা যা বলছেন, তাকে স্বাগত এবং কুর্নিশ জানাতে হবে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের সামনে গত ১১ অগস্ট থেকে ধর্না শুরু করেছিল সিপিএমের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন। গত ১৩ অগস্ট বিকেলে শ্যামবাজার মোড় থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্বজ্জনদের একাংশ। অপর্ণা সেই মিছিলের ডাকে অন্যতম স্বাক্ষরকারী ছিলেন। ‘শারীরিক অসুস্থতার কারণে’ তিনি মিছিলে না হেঁটে সরাসরি পৌঁছে গিয়েছিলেন আরজি করে। পৌঁছনো মাত্রই হাসপাতালের বাইরে সিপিএমের গণসংঠনগুলির অবস্থানের জমায়েত থেকে অপর্ণাকে লক্ষ্য করে ‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’ স্লোগান ওঠে। অনেকের মতে, সেলিম ঠারেঠোরে তাঁদের উদ্দেশেই বার্তা দিতে চেয়েছেন। সেলিম বলেছেন, ‘‘বামপন্থী কর্মী-সমর্থকদের কাছে অনুরোধ করব, কে আগে কিছু কেন বলেননি, কেন এখন বলছেন, এই সব প্রশ্ন না তোলাই উচিত। অপর্ণা সেন, অঞ্জন দত্ত, সৃজিত প্রতিক্রিয়া জানাচ্ছেন। অরিজিৎ সিংহ গান বাঁধছেন। এই সব কিছুকে শুধু স্বাগত জানানো নয়, কুর্নিশ জানাতে হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#RG Kar Protest, #Protest, #Aparna Sen, #Cpim, #Md Salim

আরো দেখুন