চিকিৎসকদের কর্মবিরতির জের, প্রান্তিক বাংলার মানুষের সঞ্চয় অবধি চলে যাচ্ছে ‘ডাক্তারবাবু’দের পথ চেয়ে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর ও দক্ষিণ বাংলার প্রান্তিক এলাকা থেকে মানুষ শহরে আসনে, সরকারি মেডিক্যাল কলেজে সুচিকিৎসা পাওয়ার আশায়। কিন্তু ডাক্তারবাবুরা কোথায়? অসহায় রোগী ও তাঁর পরিজনদের একটাই আকুতি, চিকিৎসা যেন পাই।
ঝুঁকি নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসেন সোফেরা বিবি, সঙ্গে ছোট বাচ্চা। বৃহস্পতিবার এসএসকেএমে এসেছিলেন। এক্স রে আর অন্যান্য পরীক্ষা হল। কিন্তু যে ডাক্তারকে তিনি দেখান, সে বসেন শুক্রবার। তাই ঘর ভাড়া করে থাকলেন। শঙ্কা একটাই, ‘যদি ডাক্তারবাবু না আসেন? তাহলে মুশকিল, বেশিদিন ঘর ভাড়া করে থাকা যাবে না। আবার মাসখানেক অপেক্ষা করতে হবে।’ আশঙ্কার কারণ, আন্দোলন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের অবস্থান মঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি। অবস্থান মঞ্চে টলিউডের কলাকুশলীরা, মঞ্চ কানায় কানায় পূর্ণ। তা ঘিরে দাঁড়িয়ে রোগী, রোগীর পরিজনরা। সোফেরারা ভাবছেন ডাক্তারবাবুকে কাল না-পেলে, ঘর ভাড়ার টাকাগুলো একেবারে জলে যাবে।
বৃহস্পতিবার আউটডোরে রোগীর ভিড় দেখা গিয়েছিল। চিকিৎসকেরা সংখ্যায় কম, তাই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে রোগীদের। অন্যদিকে জরুরি বিভাগে পরিষেবা না-পাওয়ার অভিযোগ আসছেই।