রাজ্য বিভাগে ফিরে যান

প্রশাসনের সর্বোচ্চ স্তরে বড়সড় রদবদল – কে হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যসচিব?

August 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবান্ন সূত্রে খবর রাজ্য সরকারের প্রশাসনের সর্বোচ্চ স্তরে বেশকিছু রদবদল করা হয়েছে। তবে, সবচেয়ে বড় পরিবর্তন মুখ্যসচিব পদে হতে চলেছে। মনে করা হচ্ছে, নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন ১৯৯০ ব্যাচের আইএএস বিবেক কুমার। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব বি গোপালিকার আরো তিন মাস চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের সম্মতি না মেলায় এই পরিবর্তন আসছে। গোপালিকার মেয়াদ শেষ হয়েছিল গত ৩১ শে মে। তাহলে নতুন মুখ্যসচিব আজ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন।

বিবেক কুমার বর্তমানে ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজ্যে চলমান আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে প্রশাসনিক পরিবর্তন এবং নতুন মুখ্যসচিবের নিয়োগ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

মুখ্য সচিব ছাড়াও প্রশাসনিক মহলে আরো কিছু রদবদলের কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব মনোজপন্থকে অর্থ দপ্তরের সচিব পদ থেকে সরিয়ে সেচ দপ্তরের সচিব করা হয়েছে। রাজ্যের নতুন অর্থ সচিব হলেন আরেক অতিরিক্ত মুখ্য সচিব তথা সিনিয়র আইএএস প্রভাত কুমার মিশ্র। তিনি সেচ ও জলপথ দপ্তর সেচ জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন দপ্তরের সচিব ছিলেন । আরেক অতিরিক্ত মুখ্যসচিব বর্তমানে মৎস্য দপ্তরের সচিব রোশনি সেনকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্পন্নয়ন নিগম দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের । তাকে জলসম্পদ ও অনুসন্ধান দপ্তরের সচিবের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nabanna, #Bengal govt, #West Bengal Govt

আরো দেখুন