ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসাবে নর্থ চ্যানেল জয় বর্ধমানের মেয়ের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনন্য নজির গড়লেন সায়নী দাস। ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে নর্থ চ্যানেল অতিক্রম করলেন বর্ধমানের মেয়ে। ৪৮ কিলোমিটার সাঁতার কাটতে তাঁর সময় লেগেছে ১৩ ঘণ্টা ২২ মিনিট।
বর্ধমানের সায়নীর সাঁতার কাটা শুরু ছোটবেলায়, বাবার হাত ধরে। তখন থেকেই পেশাদার সাঁতারু হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। লক্ষ্য সাত সমুদ্র জয়। ইতিমধ্যেই পাঁচটি অতিক্রম করা হয়ে গিয়েছে ২৬ বছরের মেয়ের। চলতি বছরই নিউজিল্যান্ডে কুক প্রণালী পেরোন তিনি। ইংলিশ চ্যানেল, কাতালিনা, মলোকাই অতিক্রমের কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে। নর্থ চ্যানেল হল নর্দান আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যের প্রণালী। যা অত্যন্ত ঠান্ডা। ভারতীয় পরিবেশের চেয়ে একেবারে আলাদা। গত মে মাস থেকে আইস বাথ নিয়েছেন তিনি। পরিশ্রম সফল হল সায়নীর। বঙ্গতনয়ার পঞ্চম চ্যানেল জয়ে খুশি গোটা বাংলা।
ভারতীয় সময় অনুযায়ী ৩১ আগস্ট, শনিবার ভোর ৩টে নাগাদ নর্থ চ্যানেল জয় করেন কালনার মেয়ে। জয়ের পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছে নর্থ চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশন।