চিকিৎসকদের কর্মবিরতির বলি সদ্যজাত শিশু কন্যা-সহ সাত, বিচার চাইবে কে?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চিকিৎসকেরা চালিয়ে যাচ্ছেন কর্মবিরতি। কলকাতার অন্যতম জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ-এ পয়লা সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন সাত জন। মৃতদের মধ্যে একজন সদ্যজাত শিশু কন্যাও রয়েছে।
শোক নয় দ্রোহ চলছে আবার সেই ‘দ্রোহ’ কারণ হচ্ছে আরেক শোকের। কেমন করে? লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকেরা। বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে একের পর এক মানুষ। তাঁরা গরিব, বেসরকারি নার্সিং হোমে যাওয়ার সামর্থ্য তাঁদের নেই। আরজি করের প্রতিবাদ আন্দোলন এখন বিজেপির দখলে, উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা লোটা।
সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও কর্মবিরতি চলছে। তদন্ত করছে সিবিআই, যার কোনও অগ্রগতি নেই! কিন্তু বাংলার সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কেন? উত্তর একটাই রাজনীতি।
শেষ কয়েকদিনে রাজ্যে প্রায় পাঁচ হাজার অপারেশন বাতিল হয়েছে। মনে রাখতে হবে, এই পাঁচ হাজার জন হলেন এমন মানুষ যাঁদের সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনও গতি নেই।
জীবনের কি মূল্য নেই? বিজেপির লক্ষ্য পূরণে সাত জনের প্রাণ চলে গেল? যে সদ্যজাত শিশু কন্যা মরে গেল, তার কি ‘জাসটিস’ পাওয়ার অধিকার নেই? সবে সে চোখ খুললে আর চলে গেল।
সিবিআই, বিজেপির রাজনৈতিক লক্ষ্য পূরণের নেশায় অহেতুক তদন্ত বিলম্বিত করছে বলে অভিযোগ উঠছে।