ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে উৎসবের আবহেও সচল থাকবে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত কয়েক বছরের তুলনায় এই বছর ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ এ বার যথেষ্ট কম। কিন্তু তা সত্ত্বেও, এ বার সতর্ক থাকতে চায় কলকাতা পুরসভা। আর এক মাস বাদেই দুর্গাপুজো। সেই উৎসবের আবহেও সচল থাকবে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ।
পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, গত বছর ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৪৬০ জন। এবার সেই জায়গায় এই সময়কালে আক্রান্তের সংখ্যা মাত্র ৩১২, যা গত বছরের তুলনায় ৭৭.৮৩ শতাংশ কম। তবে পুরকর্তারা বলছেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। ফলে অন্তত ১৫ অক্টোবর পর্যন্ত (দুর্গাপুজো পড়েছে এর মধ্যেই) কোনও গাফিলতি দেওয়া যাবে না। পুজোর দিনগুলিতে ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলায় সমস্ত পুর-স্বাস্থ্যকেন্দ্র খোলা রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র।