রবিবার প্যারালিম্পিকসে জোড়া পদক এল ভারতের ঝুলিতে, কী কী নজির গড়লেন প্রীতি ও নিশাদ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার, প্যারালিম্পিকসে ভারতের ঝুলিতে জোড়া পদক এল। পুরুষদের হাইজাম্প টি-৪৭ বিভাগে রুপো জেতেন ভারতের নিশাদ কুমার। মহিলাদের ২০০ মিটার টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল। ফলে চলতি প্যারালিম্পিকসে ভারতের মোট পদকের সংখ্যা দাঁড়াল ৭।
হাইজাম্প টি-৪৭ বিভাগে নিশাদ মরশুমের সেরা ২.০৪ মিটার লাফিয়ে রুপো জয় করেন। টোকিও গেমসের পর এবার, অর্থাৎ টানা দুই প্যারালিম্পিকসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে পদক পেলেন নিশাদ। প্রীতি এর আগে টি-৩৫ বিভাগে ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছিলেন। প্যারিস গেমসে এদিন দ্বিতীয় পদক জিতলেন তিনি। ৩০.০১ সেকেন্ডে সময়ে তৃতীয় স্থানে দৌড় শেষ করে বিরল কীর্তি গড়েন ২৩ বছর বয়সি প্রীতি। প্যারালিম্পিকসে ইতিহাসে এর আগে কোনও ভারতীয় মহিলা একই আসরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দু’টি পদক পাননি।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে এসএল৩ ইভেন্টের ফাইনালে ওঠেন নীতীশ। সোনার লড়াইয়ে ২৯ বছরের নীতীশের প্রতিদ্বন্দ্বী ব্রিটেনের ড্যানিয়েল বেথেল। পুরুষদের সিঙ্গলসের এসএল৩ বিভাগের ফাইনালে ওঠার পথে সুহাস হারান স্বদেশীয় সুকান্ত কদমকে। ফাইনালে সুহাসের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের লুকাস মাজুর। সুকান্ত অংশ নেবেন ব্রোঞ্জ পদকের ম্যাচে। মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসের এসইউ৫ বিভাগের শেষ চারে দেখা যাবে অল-ইন্ডিয়ান ডুয়েল। ফাইনালে ওঠার লক্ষ্যে লড়বেন মণীষা রামাদাস ও থুলাসিমাথি মুরুগেসন।