রাজ্য বিভাগে ফিরে যান

ধর্ষণ-বিরোধী আইন এনে দেশকে পথ দেখাল বাংলা, মত অভিষেকের

September 3, 2024 | < 1 min read

তৃণমূলের সর্বভারতীয় সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বিধানসভায় পাশ হল অপরাজিতা বিল। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীকে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে এই বিল আনা হয়েছে। বিল প্রসঙ্গে, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লেখেন, “প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের বেদনাদায়ক পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে, সময়-নির্দিষ্ট ধর্ষণ-বিরোধী আইনের দাবি আগের চেয়ে আরও বেশি জোরালো হয়ে উঠেছে। বাংলা ধর্ষণ বিরোধী বিল এনে, এ কাজে নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্র এখন অবশ্যই পদক্ষেপ করতে হবে, আসন্ন সংসদ অধিবেশনে অধ্যাদেশ বা সংশোধনীর মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পঞ্চাশ দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা করা দরকার।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Anti rape bill, #abhishek banerjee, #tmc

আরো দেখুন