কলকাতা বিভাগে ফিরে যান

মেট্রো রেলের আয় হু হু করে বাড়ছে, পুজোয় সব রেকর্ড ভেঙে যেতে পারে

September 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মেট্রোয় এমনিতেই ভিড় বাড়তে থাকে। মেট্রো কর্তৃপক্ষের ধারণা, ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত পরিষেবার সৌজন্যে যাত্রী সংখ্যা প্রাক্‌-অতিমারি পর্যায়ের সংখ্যাকে ছুঁয়ে ফেলতে পারে। সপ্তাহের কাজের দিনের তুলনায় শনিবার উত্তর-দক্ষিণ মেট্রোয় ট্রেন কম থাকে। তার পরেও যে ভাব যাত্রী বাড়তে দেখা যাচ্ছে, তাতে পুজোর মরসুমে যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশে পরিষেবা শুরু হওয়ার পরে সংযুক্ত পথে যাত্রীদের ভিড় বাড়ছে উল্লেখযোগ্য হারে। গত শনিবার এক দিনেই উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি লাইন (হাওড়া ময়দান-এসপ্লানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ) মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষের আয় এক কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। পুজো আসতে এখনও বাকি এক মাসের কিছু বেশি সময়। তার মধ্যেই সপ্তাহের কাজের দিন ছাড়াও শনি-রবির মতো ছুটির দিনেও যাত্রীদের ভিড় উপচে পড়ছে বলে মেট্রো সূত্রের খবর। শনিবার দুই মেট্রোর তিনটি শাখার সম্মিলিত যাত্রী সংখ্যা ৬.৭৫ লক্ষ ছিল বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ওই দিন মেট্রোর মোট আয় হয়েছে ১.০১ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2024, #durga puja, #Metro Railway, #metro rail

আরো দেখুন