দেশ বিভাগে ফিরে যান

মামলার তদন্তে আদৌ দক্ষ CBI? প্রশ্ন উঠল খোদ কেন্দ্রের পরিসংখ্যানে

September 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদৌ মামলার তদন্তে দক্ষ সিবিআই? সিবিআইয়ের সাফল্যের হার কতটা? কেন্দ্রের রিপোর্টই উঠছে প্রশ্ন। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের বার্ষিক রিপোর্ট বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তাধীন ৬,৯০৩টি আর্থিক দুর্নীতির মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। ৩৬১টি মামলা ২০ বছরেরও বেশি পুরনো। ৬৫৮টি আর্থিক দুর্নীতির মামলার তদন্ত আজও চালাচ্ছে সিবিআই। ৪৮টি এমন মামলা রয়েছে, যার তদন্ত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছে।

সিভিসি রিপোর্টে জানিয়েছে, ৬,৯০৩টি মামলার মধ্যে ১,৩৭৯টি তিন বছরের কম সময় ধরে বিচারাধীন। ৮৭৫টি মামলা তিন থেকে পাঁচ বছর ধরে এবং ২,১৮৮টি মামলা পাঁচ থেকে দশ বছরে ধরে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। ২,১০০ মামলার বিচার দশ থেকে কুড়ি বছরেও শেষ হয়নি।

রিপোর্টে অনুযায়ী, ৬৫৮টি মামলার তদন্ত এখনও সিবিআই শেষ করতে পারেনি, তার মধ্যে ৭৪টি মামলায় তিন বছরের বেশি সময় ধরে তদন্ত চলছে। ৭৫টি মামলায় দু’বছরেরও বেশি সময় ধরে, ১৭৫টি মামলা এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা। রিপোর্টে বলা হয়েছে, মামলা দায়ের হওয়ার এক বছরের মধ্যে সিবিআই তদন্ত শেষ করবে বলে আশা করা হয়। তদন্ত শেষ করার অর্থ আদালতে চার্জশিট দাখিল করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI Investigation, #CBI, #Centres statistics

আরো দেখুন