রাজ্য বিভাগে ফিরে যান

রোদ-বৃষ্টির আগাম সতর্কতা দেবে ‘স্মৃতি’ অ্যাপ

September 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সল্টলেকে বৃষ্টির দাপটে যখন চারপাশ সাদা, উল্টোডাঙা স্টেশন চত্বর তখনও শুকনো খটখটে। ফলে ছাতা বা রেনকোট ব্যবহারের আগেই কাকভেজা হতে হচ্ছে মানুষকে। গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে ভয়াবহ বজ্রপাত। স্মার্টফোনের আবহাওয়া সংক্রান্ত অ্যাপগুলি এলাকাভিত্তিক না হওয়ায় এই পরিস্থিতিতে আগাম কোনও সতর্কতাও পাচ্ছে না মানুষ।

এক্ষেত্রে দারুণ উপযোগী হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ‘স্মৃতি’ অ্যাপ। এলাকাভিত্তিক নিখুঁত সতর্কবাণীর পাশাপাশি বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষা বা হিন্দিতে লিখিত বা অডিওবার্তার মাধ্যমে সতর্ক করতে সক্ষম এই অ্যাপ।

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের টেকনোলজি সেলের প্রধান তথা ইলেকট্রনিক্সের অধ্যাপক প্রীতিময় সান্যাল জানান, এই প্রকল্পে মূল অনুদান দিয়েছিল ম্যাকাউট। বর্তমানে তাতে অনুদান দিচ্ছে গেটস ফাউন্ডেশন। বিভিন্ন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সংস্থা অনুদান দিতে আগ্রহী হলেও তা সম্ভব হচ্ছে না। কারণ, কোনও উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহার নিয়ে ম্যাকাউটের নিজস্ব বিধি নেই। স্থায়ী উপাচার্য না থাকার কারণে তা তৈরি করাও সম্ভব হচ্ছে না। ‘নাসা’ বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়ে প্রীতিময়বাবুকে ‘ওপেন সায়েন্টিস্ট’ ব্যাজ দিয়েছে। মাইক্রোক্লাইমেট সম্পর্কিত যে কোনও আলোচনা সভায় তাঁরা অধ্যাপককে আহ্বান জানান। ইতিমধ্যেই বিশ্বখ্যাত জার্নাল এই কাজের স্বীকৃতি দিয়ে চিঠি পাঠিয়েছে। সম্ভবত, আগামী মাসে গোটা চ্যাপ্টার হিসেবে জার্নালে এটি প্রকাশিত হবে।

‘স্মৃতি’ আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত একটি বৈদ্যুতিন মস্তিষ্ক। এটির নানা ব্যবহার রয়েছে। এক্ষেত্রে অ্যাপটি স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করে সতর্কবার্তা দেয়। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এখানে বিভিন্ন আঞ্চলিক ভাষা লোড করা হয়েছে। গুগল নয়, একেবারে নিজস্ব প্রযুক্তির ‘টেক্সট টু স্পিচে’ সতর্কবার্তা মিলবে । তাই ইন্টারনেট না থাকলেও বার্তা পেতে অসুবিধা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#rains, #Rain, #Weather Update, #Smriti App, #sunshine

আরো দেখুন