শিলিগুড়িতে তুঙ্গে গণেশ পুজোর প্রস্তুতি, তৈরি হচ্ছে ৩০ ফুটের প্রতিমা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিলিগুড়িতে গণেশ পুজোর প্রস্তুতি তুঙ্গে। গণেশপুজো নিয়ে মেতে উঠেছে গোটা শিলিগুড়ি। বিগত কয়েক বছর ধরেই বিশ্বকর্মাপুজোর আগে গণেশপুজোর মধ্য দিয়ে শিলিগুড়িতে পুজোর আমেজ তৈরি হয়। গণপতি উৎসব এখন শিলিগুড়িতে জমজমাট আকার নিয়েছে। শিলিগুড়িতে এখন গণেশপুজোর সংখ্যা একশো ছুঁইছুঁই। নজর কাড়বে ৩০ ফুট উঁচু গণেশ প্রতিমা। গণেশপুজোর সংখ্যা বেড়ে যাওয়ায় শিলিগুড়ি কুমোরটুলির শিল্পীরাও খুশি। দুর্গা ও বিশ্বকর্মা প্রতিমা গড়ার সঙ্গে সঙ্গে গণেশ মূর্তি তৈরির কাজ পেয়েছেন পটুয়ারা।
মৃৎশিল্পীদের কথায়, গণেশপুজোর সংখ্যা বেড়েছে। দুর্গা ও বিশ্বকর্মা প্রতিমা তৈরির সঙ্গে এখন সমানতালে গণেশ প্রতিমা তৈরি করতে হয়। পুজোর আগে এখন চাপ অনেকটাই বেড়েছে। উপার্জন বেড়েছে। এবার গণেশপুজোর আয়োজনে সবাইকে টেক্কা দেবে প্রধাননগরের গণেশপুজো। প্রধাননগর গণেশপুজো কমিটি এবার ৩০ ফুট উঁচু গণেশ প্রতিমা বানিয়ে পুজো করে চমক দিতে চলেছে।
আয়োজকদের দাবি, উত্তরবঙ্গে এবার তাদের প্রতিমাই সব থেকে বড়। আগামী ৬ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। চলছে শেষ বেলার প্রস্তুতি। ৩০ ফুট উচ্চতার গণেশ মূর্তিটি তৈরি করছেন শিলিগুড়িরই ১৯ বছরের মৃৎশিল্পী রাজকুমার পাল। প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় দেড় মাস। ছ’দিন ব্যাপী চলবে পুজো। বিসর্জনে মহারাষ্ট্র থেকে নিয়ে আসা হবে বিশেষ বাজনা।