নির্যাতিতার ছবি দিয়ে রাস্তায় পোস্টার! নিন্দা পথচারীদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা শ্যামবাজার এলাকায় ছড়িয়ে আছে আন্দোলন-প্রতিবাদের নানা রকমের পোস্টার, লেখা। সেখানেই বুধবার বিকেলে চোখে পড়ল একটি পোস্টার। সেই পোস্টারে নির্যাতিতার নাম-ছবি রয়েছে। বলা হয়েছে, ‘তোমার খুনের শেষ বিচার করবে জনগণের আদালত।’ কারা দিয়েছেন এমন বেআইনি পোস্টার? নীচে লেখা রয়েছে ‘জনগণ দ্বারা প্রচারিত’।
দিনকয়েক আগেই সুপ্রিম কোর্ট নির্যাতিতার ছবি-পরিচয় প্রকাশের ক্ষেত্রে বিরত থাকার আইন স্মরণে এনে দিয়েছিল। কিন্তু কে কার কথা শোনে? সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে বুদ্ধিহীন আবেগে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ তো চলছিলই, এবার একেবারে প্রকাশ্য রাস্তায় তা দেখা গেল। কিছু আন্দোলনকারীর এই ‘নির্বুদ্ধিতায়’ পথচলতি মানুষও যথেষ্ট বিরক্ত। রঙিন ছবি দেখে পথচলতি মানুষের অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। পড়ছেন পোস্টারটা। কেউ বলছেন, ‘নির্যাতিতার ছবি প্রকাশ্যে আনা বেআইনি না?’ আবার কেউ বলছেন, ‘সুপ্রিম কোর্ট যখন বলেছে, তারপরেও এরকম ছবি পোস্টার করে দেওয়ার মানে কী?’ কেউ বললেন, ‘নির্যাতিতার মা-বাবা এতবার আবেদন করলেন, তাও কেউ কানে নিলেন না! ছিঃ’।