জবাব চাই CBI, কেন্দ্রীয় তদন্তকারীদের থেকে কোন চার প্রশ্নের উত্তর চাইছে তৃণমূল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তদন্তভার হাতে নেওয়ার পর ২২ দিন কেটে গিয়েছে কিন্তু সিবিআই এখনও ঘটনার কিনারা করতে পারেনি। তদন্তের অগ্রগতির কথাও জানায়নি। তৃণমূলের দাবি, আদালতে শুনানিতে যেন নির্যাতিতার খুনি কে, তা জানায় সিবিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, কোনও কারণে বেঞ্চ না বসতেই পারে, স্বাভাবিক বিষয়। সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত শেষ করুক। দ্রুত ন্যায়বিচার ও দোষীর কঠোরতম শাস্তি হোক।
তৃণমূলের দাবি, আদালতে শুনানির দিন, সিবিআইয়ের কাছে আরজি করের ঘটনার তথ্য-প্রমাণ সহ সঠিক বক্তব্য যেন থাকে। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল বলেন, চারটি বিষয়ে সিবিআইয়ের কাছে সুনির্দিষ্ট বক্তব্য চাই। কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় রায় একাই ধর্ষক-খুনি, নাকি আরও কেউ ছিল? এই বিচ্ছিন্ন, কুৎসিত ঘটনা কি কোনও চক্রের কাজ, পিছনে অন্য কারণ রয়েছে? ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। সেই সংক্রান্ত ব্যাপারে যথাযথ ইঙ্গিত কী কী, তা সিবিআইকে জানাতে হবে। কুণালের কথায়, সন্দীপ ঘোষ-সহ চারজন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ধর্ষণ ও খুনের যথাযথ ও দ্রুত তদন্ত করুক সিবিআই। ন্যায়বিচারের দাবিতে সরব কুণাল।