কলকাতা বিভাগে ফিরে যান

বউবাজার এলাকায় ফের মেট্রোর কাজে বিপত্তি, সুড়ঙ্গে ঢুকেছে জল, বিক্ষোভ স্থানীয়দের

September 6, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের বউবাজার এলাকায় মেট্রোর কাজে বিপত্তি। বউবাজার দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রসপ্যাসেজ নির্মাণের সময় এই সমস্যা দেখা দিয়েছে। মেট্রো রেলের নির্মীয়মাণ সুড়ঙ্গে জল ঢুকেই ফের বিপত্তি।

যার জেরে খালি করে দেওয়া হয়েছে ১১ টি বাড়ি। প্রায়ই এহেন ঘটনার প্রতিবাদে ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনে বিক্ষোভে এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সেন্ট্রালে। ভোগান্তির শিকার যাত্রীরা।

এমিতেই অগস্টের ২৬ তারিখ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে স্থানীয়দের বক্তব্য, মেট্রোর কাজের জন্য বৃহস্পতিবার মাঝরাতে তাঁদের আবার হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

কেএমআরসিএল জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর সফল ভাবে পূর্বমুখী সুড়ঙ্গের সঙ্গে সংযোগরক্ষাকারী পথ নির্মাণের কাজ শেষ হয়েছিল। বুধবার রাত ১০ নাগাদ যখন মুচিপাড়া থানার অন্তর্গত এলাকায় পূর্বমূখী সুড়ঙ্গের সঙ্গে সংযোগরক্ষাকারী ‘বিশেষ উদ্ধার পথ (এগ্রেস শ্যাফ্‌ট)-এর একটি ‘সেকেন্টপিল প্রাচীর’ কাটা হচ্ছিল। সে সময়ই অল্প অল্প করে জল ঢুকতে শুরু করে। মেট্রো সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্ষাকালে এমনিতেই জলস্তর উঁচু থাকে। সে কারণেই এই বিপত্তি ঘটতে পারে। প্রসঙ্গত, প্রায় দু’বছর আগে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছিল। পরে দেখা যায় ওই এলাকায় মেট্রোরেলের সুড়ঙ্গে সমস্যার জন্যই ওই ফাটল দেখা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #MetroRailway, #bowbazar, #Bowbazar metro, #locals

আরো দেখুন