মূল্যবৃদ্ধি রোধে কোনও দাওয়াই কাজে আসছে না, মেনে নিল রিজার্ভ ব্যাঙ্ক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খাদ্যের দাম ক্রমাগত বেড়েছে। এই মূল্যবৃদ্ধি রুখতে রিজার্ভ ব্যাঙ্কের দাওয়াইও খুব একটা কাজে আসেনি। খাদ্যের মূল্যবৃদ্ধি অর্থনীতির উড়ানে দীর্ঘদিন ধরে ব্যাঘাত ঘটাচ্ছে বলে স্বীকার করে নিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
শক্তিকান্ত বলেছেন, ‘সামগ্রিক মূল্যবৃদ্ধির হারের ৪৬ শতাংশই খাদ্যপণ্যের জন্য। এই মূল্যবৃদ্ধিতে রাশ টানা সম্ভব হয়নি। যে কারণে আর্থিক বৃদ্ধির হার কাঙ্খিত পর্যায়ে পৌঁছতে পারছে না।’ তবে আগামী দিনে খাদ্যদ্রব্যের দাম কমবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘এবার ভালো বর্ষা হচ্ছে। যে কারণে কৃষির উৎপাদন যথেষ্ট হওয়া উচিত। সেক্ষেত্রে খাদ্যশস্য ও পণ্যের যোগান বাড়বে।’
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রকের বিপরীত রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের
আর্থিক বৃদ্ধির হার এবং মূল্যবৃদ্ধির মধ্যে যখনই একটি ভারসাম্য এসে আশার আলো দেখায়, তখনই খাদ্যের মূল্যবৃদ্ধি হঠাৎ করে আবার সব অবিন্যস্ত করে দিচ্ছে। গভর্নরের কথায়, ভালো বর্ষার কারণে যদি খাদ্যের সরবরাহ বৃদ্ধি পায়, তাহলে আগামী বছরের শুরু থেকে হয়ত মূল্যবৃদ্ধির উপর কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে। তবে সেটা নিছকই আশার স্তরে। এদিন তাঁর বক্তব্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর একবারও আর বলেননি যে, রিজার্ভ ব্যাঙ্ক কিংবা সরকার আগামীদিনে কোনও ব্যবস্থা নেবে। বরং তিনি বলেন, কীভাবে খাদ্য মূল্যবৃদ্ধির হার আচরণ করছে সেটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ খাদ্যের দাম কেন কমছে না, সেটা খোদ রিজার্ভ ব্যাঙ্কই বুঝতে পারছে না।