কলকাতা বিভাগে ফিরে যান

#BREAKING RG-কান্ডে নয়া মোড়, বাজেয়াপ্ত নমুনার সঙ্গে মিলে গেল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের DNA?

September 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর কান্ডে নয়া মোড়। সূত্রের খবর, সিবিআইয়ের হাতে এসেছে সিএফএসএল-এর রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, ক্রাইম সিন থেকে বাজেয়াপ্ত নমুনার সঙ্গে মিলে গিয়েছে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের ডিএনএ। সোমবার কি সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করবে সিবিআই? উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, সঞ্জয় রাইয়ের ডিএনএ রিপোর্টকে কেন্দ্র করে আসরে নামছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#DNA, #Rg kar, #RG Kar case, #Sanjay Rai

আরো দেখুন