দেশে সর্বোচ্চ করদাতা শাহরুখ, কত কর দিলেন বলিউডের ‘বাদশা’?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অতিমারী উত্তর পর্বে ডুবন্ত বলিউডের রাশ একা হাতে টেনেছেন। পঞ্চাশোর্ধ্ব অভিনেতার কেরামতি দেখে প্রাণে বল ফিরে পেয়েছিল বলিউডের নবীন প্রজন্মও। দক্ষিণী সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দিতায় যখন খাবি খাচ্ছে হিন্দি সিনে ইন্ডাস্ট্রি, তখন কিং খান কিন্তু বলিউডের বৃহস্পতি তুঙ্গে তুলেছিলেন।
এবার দেশে সর্বোচ্চ করদাতা তারকা হলেন শাহরুখ খান। ২০২৪ সালে ৯২ কোটি টাকার কর দিয়েছেন তিনি। সম্প্রতি ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে জানানো হয়েছে, বিনোদন জগতে সবচেয়ে বেশি কর দিয়েছেন শাহরুখ।
এর আগে এই ধরনের তালিকায় শীর্ষে থাকতেন অক্ষয় কুমার। ২০২২ সালে দেশের সর্বোচ্চ করদাতা হওয়ায় আয়কর দপ্তরের তরফে ‘সম্মানপত্র’ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এবার সর্বোচ্চ ২০জন করদাতার তালিকায় তাঁর নাম নেই। ২০২৩ সালে তিনটি ছবি মুক্তি পায় কিং খানের। পাশাপাশি চলতি বছর আইপিএল-এ জয়ী হয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। সদ্য হুরুন ইন্ডিয়ার সমীক্ষায় বলি পাড়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছিল শাহরুখের নাম। করদাতাদের তালিকায় শাহরুখের পরেই রয়েছেন দক্ষিণী তারকা বিজয়। ৮০ কোটি টাকা কর দিয়েছেন তিনি। তৃতীয় স্থানে আছেন সলমন