কলকাতা বিভাগে ফিরে যান

কবে উঠবে কর্মবিরতি? প্রশ্ন শহরের সরকারি হাসপাতালে আসা রোগীর পরিজনদের

September 6, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলল চিকিৎসকদের কর্মবিরতি। শহরের সরকারি হাসপাতালের রোগীর পরিজনরা বলছেন, ‘পরিষেবা খানিক হলেও সচল হয়েছে। কিন্তু ভোগান্তি কাটেনি।’

 আরও পড়ুন: শহরের সরকারি হাসপাতালে রোগীদের ভিড়, চিকিৎসকের অভাবে ভোগান্তি

পাথরপ্রতিমা থেকে বেরিয়েছিলেন বৃদ্ধ মুকুল মাজি। এস এস কে এমে পৌঁছে যান সকালেই। চিকিৎসককে দেখাতে দুপুর দেড়টা হয়ে যায়। ট্রলিতে শুয়ে মুকুলবাবুর প্রশ্ন, ‘কবে উঠবে কর্মবিরতি?’

আরও পড়ুন: চিকিৎসা ব্যবস্থার হাল দেখে বিনা চিকিৎসায় মা মারা যাওয়ার আশঙ্কায় ভুগছেন সরকারি হাসপাতালের রোগীরা    

বৃদ্ধ মুকুলবাবু স্ট্রেচারে শুয়ে বললেন, ‘এখনও দোষীদের ধরা গেল না? সিবিআই কী করছে? রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এসবের মাঝে পড়ে আমরা কর্মবিরতির ফল ভুগছি।’ ‘আর কবে? কবে শেষ হবে কর্মবিরতি?’ একই প্রশ্ন মেটিয়াবুরুজের নুর ইসলামের। স্ট্রোক হয়েছে বাবার। তাঁকে নিয়ে এসেছিলেন এস এস কে এমে। বললেন, ‘সপ্তাহখানেক আগে ইমারজেন্সিতে এসেছিলাম। তখন বলেছিল, ওপিডিতে নিয়ে আসবেন। তাই এখানে নিয়ে এলাম। কিন্তু এখন বলছে, বেড নেই। বলে রেফার করে দিল।’

 আরও পড়ুন: ‘ইমার্জেন্সিতে ভর্তি নেওয়া হচ্ছে না’ – অভিযোগ রোগীর পরিজনদের 

বিচার কবে আসবে? আদৌ আসবে কি না, রাজনীতি হচ্ছে কি হচ্ছে না? এসব প্রশ্নের মধ্যে প্রবেশই করতে চান না নুর। শুধু বললেন, ‘আব্বা তো চিকিত্সা পেল না। কর্মবিরতি যেন উঠে যায়। আব্বার মতো অবস্থা যেন কারও না হয়।’ দীর্ঘ অপেক্ষা শেষে চিকিৎসককে দেখানোর পর ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে জুব্বার মণ্ডল। তিনি চাষ করেন। ভোরবেলায় বেরিয়েছিলেন বাড়ি থেকে। তাঁর অ্যালার্জির সমস্যা। মাসে একবার চিকিৎসার জন্য হাসপাতালে আসতে হয়। জুব্বার ওষুধের কাউন্টারে দাঁড়িয়ে বললেন, ‘সেই ভোরে বেরিয়েছি। এত দেরি কখনও হয় না। কী বলব বলুন তো! বিচার তো আমরাও চাইছি। কিন্তু বিচারের জন্য এতদিন কর্মবিরতি! আর কতদিন চলবে?’

TwitterFacebookWhatsAppEmailShare

#patients, #Government Hospital, #doctors strike

আরো দেখুন