রাজ্য বিভাগে ফিরে যান

বার্ড ফ্লু’র কারণে ওড়িশা থেকে ডিম ও চিকেন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য

September 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী দু’সপ্তাহের জন্য ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে ডিম ও চিকেন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য। কারণ, ওড়িশার পুরী জেলার কিছু গ্রামে বার্ড ফ্লু ছড়িয়েছে।

ওড়িশার সীমান্তে রয়েছে রাজ্যের দুই মেদিনীপুর। দাঁতন থানার সোনাকনিয়া সীমান্ত দিয়ে জাতীয় সড়ক ধরে ওড়িশা থেকে বাংলায় ঢোকা যায়। এতদিন ওই পথেই ওড়িশা থেকে দুই মেদিনীপুরে ডিম, মাংস ঢুকতো। বার্ড ফ্লুর সংক্রমণের জেরে আপাতত মাংস, ডিমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সীমান্ত এলাকায় শুরু হয়েছে নাকাচেকিংও।

এদিকে সীমানাবর্তী এলাকাতেও যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তারজন্য প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দাঁতনের বিভিন্ন পোল্ট্রি ফার্মগুলি থেকে স্যাম্পেল সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন ব্লক প্রাণিসম্পদ আধিকারিক রবিন বন্দ্যোপাধ্যায়। তবে এরাজ্যে বার্ড ফ্লু নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও রাজ্যের তরফে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chicken, #Odisha, #Eggs, #Bird flu, #West Bengal

আরো দেখুন