ঘনঘন নয়!, গঙ্গার নীচে মেট্রো পরিষেবার সময়ের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে কবে থেকে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাত্র এক সপ্তাহার মধ্যেই বদল মেট্রো রেলের সিদ্ধান্ত। আগামী কাল রবিবার থেকেই দিনের বড় অংশজুড়ে মেট্রো পরিষেবার সময়ের ব্যবধান বাড়তে চলছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে।
মেট্রো রেলের তরফে জানান হয়েছে, জরুরি মেরামতি কাজের জন্য রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই লাইনে এভাবেই মেট্রো চলবে। পুজোর মরশুম চলছে, তার আগে এই সিদ্ধান্তের জেরে স্বাভাবিকভাবেই অসন্তোষ তৈরি হয়েছে যাত্রী মহলে। প্রশ্ন উঠছে, কেন তড়িঘড়ি করে তাহলে রবিবার পরিষেবা শুরু করা হল? এতদিন মেরামতির প্রয়োজনীয়তা অনুভব করতে পারেননি মেট্রো কর্তারা? অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানোর কাজ শুরু হতে চলেছে। আজ শনিবার থেকে গিরিশ পার্ক স্টেশন থেকে ২০০ মিটার পথে লাইন বদলের প্রক্রিয়া শুরু হবে। তবে, এই কাজ হবে রাতে, যাত্রী পরিষেবা শেষে ।