প্রথমবার কলকাতার র্যাম্প মাতালেন ট্রান্স জেন্ডাররা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফ্যাশন সচেতন মানুষজন সবকিছুতেই নান্দনিকতা ছুঁতে চান। প্রাক পুজো সময়েও তার ব্যতিক্রমের জায়গা নেই। নারী পুরুষ ফ্যাশন নিয়ে একটা সময় পর্যন্ত গণ্ডি কাটা ফ্যাশন শো শহরের আনাচে কানাচে বহু হয়েছে, তবে এবার প্রথম ট্রান্স জেন্ডার একাধিক মানুষ হাঁটলেন র্যাম্পে।
কলকাতার আইসিসিসার এ চতুর্থ তাসম ফ্যাশন ফিয়েস্তা এই অভিনব আয়োজন করেছিল ৫ ই সেপ্টেম্বর। তাসম গ্রুপের ফাউন্ডার প্রমিত মুখার্জি তো ছিলেনই, সঙ্গে রুদ্র পলাশ গ্রুপের মেঘ সায়ন্তনী ঘোষের উপস্থিতিও ছিল এই অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন শশী হাজারী, সোমনাথ ময়রা, মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, অনির্বাণ সামন্ত, পাপিয়া রাও সহ অন্যান্যরা।
মেঘ সায়ন্তনী প্রথম ট্রান্স জেন্ডার উওম্যান যিনি একইসঙ্গে আইনজীবি এবং নৃত্যশিল্পী। ফ্যাশন সচেতনতার সঙ্গে ট্রান্স জেন্ডার মানুষরাও আসলে মূল স্রোতেরই মানুষ এই বার্তাই মুখ্য ছিল এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রমিত মুখার্জি।