দেশ বিভাগে ফিরে যান

ICSE-তে বাড়ল অঙ্ক পরীক্ষার সময়সীমা

September 8, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণি অর্থাৎ আইসিএসই-তে অঙ্ক পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়ানো হচ্ছে আগামী বছর থেকে। বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে এ’কথা জানিয়েছে। আইসিএসই-তে অঙ্ক পরীক্ষার সময়সীমা ছিল আড়াই ঘণ্টা। ২০২৫ সাল থেকে তা বেড়ে হবে তিন ঘণ্টা। বোর্ড জানিয়েছে, সময়সীমা বাড়লেও প্রশ্নের সংখ্যার পরিবর্তন হচ্ছে না।

আইসিএসই-তে দ্বিতীয় ভাষার পরীক্ষার সময়সীমা ছিল তিন ঘণ্টা। অঙ্কের সময়সীমা ছিল আড়াই ঘণ্টা। বাকি সব বিষয়ের পরীক্ষা হত দু’ঘণ্টার। অঙ্ক পরীক্ষার সময়সীমা বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ স্কুলের অধ্যক্ষেরা। তাঁদের বক্তব্য, অঙ্ক পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা করার সিদ্ধান্ত ঠিক। অঙ্ক পরীক্ষায় সময় বেশি পেলে আরও ভালভাবে পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #examination, #ICSE, #Icse exam, #Maths exam, #Time, #Duration

আরো দেখুন