বিনোদন বিভাগে ফিরে যান

দু’জনেই মাতৃহারা, শূন্যতা কাছে আনল রাজদীপ ও তন্বীকে

September 8, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জামাইবাবুর বাড়িতে গণেশ চতুর্থী উদ্‌যাপনে প্রথম একসঙ্গে দেখা গেল টেলিভিশন দুনিয়ার দুই জনপ্রিয় মুখ রাজদীপ গুপ্ত, তন্বী লাহা রায়কে। দু’জনেই মাতৃহারা। একাকিত্ব ও মাতৃবিয়োগের যন্ত্রণা কাছাকাছি এনেছে তাঁদের।

প্রেম সম্পর্কে এক জনপ্রিয় বাংলা ডিজিটাল সংবাদ মাধ্যমকে তাঁরা জানিয়েছেন, তাঁদের পরিচয় ছিলই। অনেক বছর আগে ‘বাক্স বদল’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। সেই সূত্রে কথা হত। কিন্তু প্রেম ছিল না। ২০২৩-এর শেষের দিকে রাজদীপ মাকে হারান। অভিনেতার মা ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরের শুরুতে আচমকা অভিনেত্রীর জীবনেও একই ঘটনা ঘটে।

দু-জনের জীবনেই মায়ের প্রভাব ছিল। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তাঁরা। শোককালে তাঁরা কাছাকাছি আসেন। একে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েন। ভাললাগা থেকে ভালবাসা।

TwitterFacebookWhatsAppEmailShare

#couple, #Ganesh Pujo, #Rajdeep Gupta, #Ganesh Chaturthi, #Tonni laha, #Romance

আরো দেখুন