রাজ্য বিভাগে ফিরে যান

সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল সহ-নাগরিকের

September 8, 2024 | < 1 min read

সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট, কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল সহ-নাগরিকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল লেখিকার। সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন ‘আসি’। বিপদের আঁচ পেয়ে তৎপর হয় কলকাতা পুলিশ। তৎপরতার ফলেই প্রাণে বেঁচে গেলেন ওই মহিলা। আপাতত তিনি এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে এক মহিলার ফেসবুক পোস্ট তাদের নজরে চোখে পড়ে। পোস্টটিতে লেখা ছিল, ‘আসি’। সম্ভাব্য বিপদের আশঙ্কা করে ওই মহিলার খোঁজ শুরু করে কলকাতা পুলিশ। জানা যায়, মহিলা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে। স্থানীয় থানা থেকে পুলিশ পাঠানো হয় মহিলার বাড়িতে। পুলিশকর্মীরা দেখেন ওই মহিলা বিষাক্ত কিছু খেয়েছেন। পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। একটি প্রাণ বাঁচল তাদের তৎপরতায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #Kolkata Police, #Barrackpore police commissionerate

আরো দেখুন