দেশ বিভাগে ফিরে যান

আমেরিকাকে পিছনে ফেলে ফাইভ জি মোবাইল ফোনের বাজার হিসেবে এগিয়ে এল ভারত

September 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের সাধারণ গ্রাহকের নাগালের মধ্যে এসে গিয়েছে ফাইভ জি স্মার্টফোন। এবার আমেরিকাকে পিছনে ফেলে ফাইভ জি মোবাইল ফোনের বাজার হিসেবে এগিয়ে এল ভারত। তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন। দু’নম্বরে উঠে এসেছে ভারত।

সর্বশেষ পরিসংখ্যান অনুয়ায়ী, বিশ্বের ফাইভ জি স্মার্টফোন বাজারের ৩২ শতাংশ চীনের দখলে। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দখলে ১৩ শতাংশ। তৃতীয় স্থানে নেমে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে ১০ শতাংশ অংশীদারিত্ব।

কাউন্টার পয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুয়ায়ী, ২০২৩ সালের প্রথম ছ’মাসের তুলনায় চলতি বছরে প্রথম ছ’মাসে বিশ্বব্যাপী ফাইভ-জি হ্যন্ডসেটের রপ্তানি বেড়েছে ২০ শতাংশ। সবথেকে বেশি ফাইভ জি হ্যান্ডসেট রপ্তানি করেছে অ্যাপল। যা মোট হ্যান্ড সেটের ২৫ শতাংশের বেশি। ২১ শতাংশ অংশিদারিত্ব সহ দ্বিতীয় স্থানে আছে স্যামসং।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #US, #5G smartphone, #smartphone market

আরো দেখুন