উত্তাল হতে পারে সমুদ্র, সোম থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরমার্শ দেওয়া হয়েছে। যাঁরা গিয়েছেন, ৮ তারিখ সকালের মধ্যে তাঁদের ফিরতে বলা হয়েছে।
সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণের অন্তত পাঁচটি জেলায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। চড়া রোদ ও আপেক্ষিক আর্দ্রতার বাড়বাড়ন্তে অস্বস্তি বাড়বে।