রাজ্য বিভাগে ফিরে যান

‘বিনা চিকিৎসা’য় যুবকের মৃত্যুর সুবিচার চেয়ে স্লোগান উঠল ‘জাস্টিস ফর কোন্নগর’

September 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর নিয়ে তোলপাড় বাংলা। এরই মাঝে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের কারণে বিনা চিকিৎসায় তাঁর মায়ের সামনে ছটফট করতে করতে মারা গেছেন কোন্নগরে এক তরতাজা যুবক। সেই কারণেই রবিবার ‘জাস্টিস ফর কোন্নগর’ ধ্বনিও উঠল ‘জাস্টিস ফর আর জি কর’-এর পাশাপাশি। কোন্নগরের বাসিন্দারা এবার ‘বিনা চিকিৎসা’য় যুবকের মৃত্যুর সুবিচার চেয়ে পথে নামলেন, কারও হাতে মোমবাতি, কেউ জ্বালিয়েছেন মোবাইলের ফ্ল্যাশলাইট ।

আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে এক মাস ধরে কর্মবিরতিতে শামিল জুনিয়র ডাক্তাররা। এর মাঝে কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের মৃত্যু নিয়ে মৃতের পরিবারের দাবি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বলি হয়েছেন তাঁদের ছেলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিচারের দাবিতে সরব হলেন কোন্নগরের বাসিন্দারা। সোশাল মিডিয়ায় গতকালই উঠেছিল ‘জাস্টিস ফর কোন্নগর’ স্লোগান। এবার একই সঙ্গে আর জি কর ও কোন্নগরের বিচারের দাবিতে স্লোগান তুললেন কোন্নগরের বাসিন্দারা। কয়েকশো মহিলা-পুরুষ কোন্নগর জিটি রোডের উপর সম্পূর্ণ আলো নিভিয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করলেন বিচারের দেয় নিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #justice, #Konnagar, #Rg kar, #Bikram

আরো দেখুন