ঘাঁটি গেড়ে বসা যাবতীয় দুর্নীতির ‘আখড়া’ ভাঙতে তৎপরতা, ৫১ ডাক্তারকে নোটিশ আরজি কর কর্তৃপক্ষের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি করে ঘাঁটি গেড়ে বসা যাবতীয় দুর্নীতির ‘আখড়া’ ভাঙতে তৎপর কর্তৃপক্ষ। স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি। এমনকী রয়েছেন একাধিক রেসিডেন্স চিকিৎসকও। এবার তাঁদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ পেয়ে কড়া শাস্তির পথে হাঁটতে চলেছে আর জি কর কর্তৃপক্ষ। স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি।
হাসপাতালের ভিতরে গণতান্ত্রিক পরিবেশে বাধা দেওয়া এবং ভীতি প্রদর্শনের অভিযোগে ৫১ জন চিকিৎসককে চিহ্নিত করল আর জি কর হাসপাতাল। তাঁদের সোমবারই নোটিস পাঠানো হয়েছে। তাঁদের সোমবারই নোটিস পাঠানো হয়েছে। তাঁদের হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত চলাকালীন হাসপাতাল চত্বরে প্রবেশ ও কলেজে যে কোনও কাজে যোগদানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতেও সওয়াল-জবাবের মধ্যে সেই বিষয়টি উঠে আসে। ওয়াকিবহাল মহলের মতে, নিরাপত্তার কথা মাথায় রেখেই থ্রেট সিন্ডিকেট চালানোয় অভিযুক্ত ৫১ জনকে চিহ্নিত করে কার্যত আন্দোলনকারীদের দাবি মেনে নিল রাজ্য সরকার।