আরজি কর কাণ্ডে CBI-র তদন্তে চাঞ্চল্যকর মোড়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সেমিনার রুমে পৌঁছনোর সহজতম পথ খুঁজে বের করেছে সিবিআই। যা তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর মোড় আনল বলে মনে করা হচ্ছে।
আরজি কর মেডিক্যাল কলেজের ‘১০ নম্বর লিফ্ট’। কোথায় আছে সেটি? জানা যাচ্ছে, মূল ইমার্জেন্সি থেকে একটু দূরে হাইব্রিড এইচডিইউয়ের পাশে এই ‘১০ নম্বর লিফ্ট’। শুধু সিবিআই আধিকারিকরা নয়, হাসপাতাল কর্তারাও কোলাপসিবল গেটে তালা মারা দেখে আপাতদৃষ্টিতে সেটিকে বন্ধ বা খারাপ বলে ভেবেছিলেন। কিন্তু সুইচ টিপতেই দেখা গেল, তা নেহাত ভ্রম। লিফ্টটি দিব্যি চালু আছে। শুধু তা-ই নয়, কেউ যদি এই লিফ্টে তিননম্বর বোতাম টেপেন তাহলে তিনি চারতলায় যেখানে নামবেন, তার ঠিক ডানদিকে সেই বিতর্কিত সেমিনার রুম! জায়গাটি কোনও সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে না।
এপর্যন্ত প্রাপ্ত ফুটেজে দেখা গিয়েছে, ইমার্জেন্সি বাড়ির মেইন লিফ্ট দিয়ে চারতলায় উঠে ডানদিকে রওনা হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সে নৃশংস অপকর্ম করে চুপিসারে ১০ নম্বর লিফ্ট দিয়ে নেমে যেতে পারে। আবার যদি অন্য কেউ আততায়ী হয়, সেও সিসি ক্যামেরায় ধরা না পড়ে নিমেষে উঠে আসতে পারে এই পথে। এমনকী সঞ্জয় এবং সেই আততায়ী যদি চেনা হয়, সেক্ষেত্রে তারা আলাদা আলাদা লিফ্ট দিয়ে উঠেও এই নৃশংস কাণ্ড ঘটাতে পারে। সেই সম্ভাবনার দিকে এখন নজর কেন্দ্রীয় তদন্তকারীদের।
কোথায় আছে সেটি? জানা যাচ্ছে, মূল ইমার্জেন্সি থেকে একটু দূরে হাইব্রিড এইচডিইউয়ের পাশে এই ‘১০ নম্বর লিফ্ট’। শুধু সিবিআই আধিকারিকরা নয়, হাসপাতাল কর্তারাও কোলাপসিবল গেটে তালা মারা দেখে আপাতদৃষ্টিতে সেটিকে বন্ধ বা খারাপ বলে ভেবেছিলেন। কিন্তু সুইচ টিপতেই দেখা গেল, তা নেহাত ভ্রম। লিফ্টটি দিব্যি চালু আছে। শুধু তা-ই নয়, কেউ যদি এই লিফ্টে তিননম্বর বোতাম টেপেন তাহলে তিনি চারতলায় যেখানে নামবেন, তার ঠিক ডানদিকে সেই বিতর্কিত সেমিনার রুম! জায়গাটি কোনও সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে না। এপর্যন্ত প্রাপ্ত ফুটেজে দেখা গিয়েছে, ইমার্জেন্সি বাড়ির মেইন লিফ্ট দিয়ে চারতলায় উঠে ডানদিকে রওনা হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সে নৃশংস অপকর্ম করে চুপিসারে ১০ নম্বর লিফ্ট দিয়ে নেমে যেতে পারে। আবার যদি অন্য কেউ আততায়ী হয়, সেও সিসি ক্যামেরায় ধরা না পড়ে নিমেষে উঠে আসতে পারে এই পথে। এমনকী সঞ্জয় এবং সেই আততায়ী যদি চেনা হয়, সেক্ষেত্রে তারা আলাদা আলাদা লিফ্ট দিয়ে উঠেও এই নৃশংস কাণ্ড ঘটাতে পারে। সেই সম্ভাবনার দিকে এখন নজর কেন্দ্রীয় তদন্তকারীদের। সব মিলিয়ে তদন্তে নতুন দিক উঠে এসেছে।