দেশ বিভাগে ফিরে যান

লেনদেন করবেন? জানেন চলতি সপ্তাহে ক’দিন বন্ধ থাকবে ব্যাংক?

September 11, 2024 | < 1 min read

ফের শুরু ব্যাঙ্ক বিক্রির তোড়জোড়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশের বেশ কিছু ব্যাংক ১৩-১৮ সেপ্টেম্বরের মধ্যে একটানা ছয় দিন বন্ধ থাকতে পারে। তবে সমস্ত ছুটি সারা ভারতে পালন করা হয় না। সামগ্রিকভাবে, ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক ২০২৪ সালের সেপ্টেম্বরে কমপক্ষে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। ধর্মীয় এবং আঞ্চলিক উৎসব ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের ছুটির দিনও রয়েছে।

একনজরে ব্যাংকের ছুটির তালিকা:
১৩ সেপ্টেম্বর (শুক্রবার) রামদেব জয়ন্তী/তেজা দশমী। (রাজস্থানে ছুটি)
১৪ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার) ওনাম। (কেরল/বিভিন্ন রাজ্যে ছুটি)
১৫ সেপ্টেম্বর (রবিবার) তিরুভোনম। (কেরল/বিভিন্ন রাজ্যে ছুটি)
১৬ সেপ্টেম্বর (সোমবার) ইদ-ই-মিলাদ। (সারা ভারতে ছুটি)
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইন্দ্র যাত্রা। (সিকিমে ছুটি)
১৮ সেপ্টেম্বর (বুধবার) শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। (কেরলে ছুটি)

TwitterFacebookWhatsAppEmailShare

#BANK, #bank holidays, #bank closed, #India

আরো দেখুন