কলকাতা বিভাগে ফিরে যান

#BREAKING বিকেল ৫টায় ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকের জন্য ডাক নবান্নের

September 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছিল নবান্ন। ইমেল মারফত জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করবেন।   কিন্তু মুখ্যসচিবের চিঠির পর আন্দোলনকারীদের পক্ষ থেকে পালটা জানানো হয় ১৫ নয়, ৩০ জন প্রতিনিধি নিয়েই তাঁরা নবান্নে যাবেন। 

মুখ্যসচিবের পক্ষ থেকে বলা হয়, বিকেল ৫টায় নবান্নে  জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের ১৫ জন প্রতিনিধিকে বৈঠকে থাকতে হবে। বৈঠকের সরাসরি সম্প্রচার সম্ভব নয়। তবে স্বচ্ছতার জন্য তা রেকর্ড করা যেতে পারে বলেও জানানো হয়েছিল।  

নবান্নের এই চিঠি পাওয়ার পর জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, চিকিৎসকেরা বৈঠক করতে নবান্নে যাবেন। তবে ১৫ নয়, যাবেন ৩০ জন প্রতিনিধিই।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে গত ১০ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। সোমবার সুপ্রিম কোর্টে  তাদের কর্মবিরতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের কাজে ফেরার নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু তার পরেও তাঁরা কাজে যোগ দেয় নি। প্রসঙ্গত, এর আগেও পর পর দু’বার তাঁদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এই নিয়ে তৃতীয় বার রাজ্য সরকারের পক্ষ থেকে ফের তাদের বৈঠকের আহ্বান জানানো হয়। নবান্নে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, ৩০ জনই থাকবেন বৈঠকে

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nabanna, #junior doctors

আরো দেখুন