কলকাতা বিভাগে ফিরে যান

ধাক্কা খাচ্ছে ট্রেন চলাচল! চক্ররেল নিয়ে উদ্বেগ রেলের

September 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জবরদখলকারীদের উচ্ছেদ করা যাচ্ছে না, রেল লাইনের পাশেই কাচা হচ্ছে কাপড়, ধোয়া হচ্ছে বাসন, রান্না হচ্ছে। ট্রেন চলাচল ধাক্কা খাচ্ছে। যেকোনও সময় ঘটে যেতে পারে বিপদ। চক্ররেল নিয়ে উদ্বেগ প্রকাশ করল রেল।

মঙ্গলবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা খুবই উদ্বিগ্ন। ট্রেন চালাতে সমস্যা হচ্ছে। ক্ষতি হচ্ছে রেল লাইনের। জায়গার অভাবে নিয়মিত রেলরক্ষী বাহিনীর টহল দিতেও সমস্যা হচ্ছে।

১৯৮৪ সালে তৈরি করা হয় চক্ররেল। প্রতিদিন ২৮টি গাড়ি আপ এবং ডাউন লাইনে চলাচল করে। যাতায়াত করেন প্রায় ৩০ হাজার যাত্রী। রেলের অভিযোগ, লাইনের ধার ঘেঁষে রেলের জায়গা জবরদখল হয়ে গিয়েছে। জবরদখলকারীরা ধীরে ধীরে এগিয়ে এসেছেন একেবারে রেললাইনের গায়ে। তাঁরা লাইনের ওপর ফেলছেন ময়লা। রেলের নানা যন্ত্রপাতিতে মরচেও ধরে যাচ্ছে। নিয়মিতভাবে অন্যান্য জায়গায় জবরদখলকারীদের উচ্ছেদ করা হলেও এক্ষেত্রে তারা স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও যাত্রী সংগঠনের সহযোগিতা চাইছেন রেল কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#circular railway, #encroachers

আরো দেখুন