রাজ্য বিভাগে ফিরে যান

ভর্তি নিতে আপত্তি! ‘বেড নেই’ বলে রোগী ফেরাচ্ছেন চিকিৎসকেরা

September 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওপিডি, ওষুধের কাউন্টারের বাইরে লম্বা লম্বা লাইন! অভিযোগ উঠছে, জরুরি বিভাগে ডাক্তার দেখছেন। তারপর ওপিডিতে পাঠাচ্ছেন। সেখানেও ডাক্তার দেখছেন। কিন্তু ভর্তি নেওয়ার বিষয় হলেই মৌখিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, ‘বেড নেই’। দিনভর শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালেন রোগীর পরিজনেরা। কিন্তু রোগীকে হাসপাতালে ভর্তি করাতে পারলেন না বহু মানুষ।

রোগীর পরিজনেরা জানাচ্ছেন, ডাক্তারবাবুরা ওপিডিতে দেখাতে বলছেন। কিন্তু কোনও চিকিৎসা হচ্ছে না। রোগীর বাড়ির মানুষদের সাফ প্রশ্ন, “রোগীকে নিয়ে এখন কোথায় যাব আমরা? মানুষটাকে কি সবাই মিলে মেরে ফেলতে চাইছে?”

শহরের অধিকাংশ সরকারি হাসপাতালে একই চিত্র। সর্বত্র উদ্বিগ্ন মুখের ভিড়। “আবার কবে যে সমস্ত কিছু ঠিক হবে? কবে চিকিৎসা মিলবে?” আশায় অপেক্ষায় বসে আছেন খেটে খাওয়া মানুষরা। তাঁদের কেউ দিনমজুর। কেউ ভাগচাষি। কেউ কারখানার শ্রমিক। কেউ রিকশ চালান। অসুস্থ হলে সরকারি হাসপাতাল ছাড়া আর গতি নেই তাঁদের!

TwitterFacebookWhatsAppEmailShare

#RG Kar Incident, #RG Kar case, #doctors strike, #West Bengal, #Rg kar

আরো দেখুন