রাজ্য বিভাগে ফিরে যান

জুনিয়র ডাক্তারদের একের পর এক দাবি বাড়ছে, কী মত রাজ্যের?

September 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিদিন নিত্যনতুন দাবি বাড়ছে। আগেই কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। ইস্তফার দাবিপত্র খোদ বিনীতের হাতেই তুলে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যদিও পদত্যাগ করেনি তিনি। এবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপনিগমের ইস্তফার দাবিতেও অনড় জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের দাবি নিয়ে বুধবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ বুঝিয়ে দেন সরকার এ’সব দাবি কোনওমতেই মানবে না। বৈঠকে আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের বলেন, “জুনিয়র ডাক্তাররা কোনও সহযোগিতাই করছে না। সরকার কাকে রাখবে, কাকে বাদ দেবে ডাক্তাররা ঠিক করে দেবে নাকি? গণতন্ত্র আছে বলে যা ইচ্ছা দাবি জানাবে!”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে সরকার ব্যবস্থা নিতে পারে। এঁরা সুপ্রিম কোর্টকেও মানছে না! কী বলব! তবে আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি না। সময় দিয়ে যাচ্ছি। দেখা যাক…নইলে সুপ্রিম কোর্টের নির্দেশকেও তো মান্যতা দিতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #junior doctors, #state govt, #demands

আরো দেখুন