দেশ বিভাগে ফিরে যান

রাজ্যে যখন মুখ্যমন্ত্রী অলোচনার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, তখন দিল্লি পুলিশ ২১ জন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল

September 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কর্মবিরতির পাশাপাশি চলছে অবস্থান বিক্ষোভ৷ দাবি না-মেটা পর্যন্ত এমটাই চলবে৷ নিজেদের পরিকল্পনা জানালেন জুনিয়র চিকিৎসকরা ।মঙ্গলবার স্বাস্থ্য ভবনের কাছে রাজপথে ধর্নায় বসেন আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে নামা জুনিয়র চিকিৎসকেরা। নবান্ন থেকে তাঁদের আলোচনার জন্য ডাকা হলেও বাস্তবে সেই আলোচনা হয়নি বৃহস্পতিবারও। সহকর্মী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে নবান্ন সভাঘরে দু’ঘণ্টারও বেশি সময় ঠায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররা নবান্নের দরজা থেকে ফিরে গেলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ধর্মঘটীদের উপর কোনওভাবেই এসমা (এসেনশিয়াল সার্ভিসেস মেন্টেইন্যান্স অ্যাক্ট) প্রয়োগ করা হবে না, পুলিসি বলপ্রয়োগও হবে না।

অথচ, দিল্লিতে ২১ জন আন্দোলনরত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজধানীর পুলিশ। তাঁদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে বেআইনি জমায়েতের অভিযোগ আনা হয়েছে। দিল্লির এইমস, সফদরজং-সহ বিভিন্ন বড় হাসপাতালে কর্মরত এই চিকিৎসকেরা। কলকাতার আরজি করের ঘটনার প্রতিবাদে তাঁরা নির্মাণ ভবনের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে এই ২১ জন চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয়েছে তুঘলক রোড থানায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#junior doctors, #FIR, #Protest, #delhi, #Delhi Police, #doctors

আরো দেখুন