রাজ্য বিভাগে ফিরে যান

পুজোয় চাঙ্গা পাঁচমুড়ার পোড়ামাটির শিল্পের বাজার

September 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেরাকোটার নানা সামগ্রী দিয়ে বাংলা ছাড়াও ভিনরাজ্যের মণ্ডপ সাজবে। পুজোকে কেন্দ্র করে পাঁচমুড়ার পোড়ামাটির শিল্পের বাজার চাঙ্গা। বুধবার, পোড়ামাটির ২ হাজার পুতুল অসম পাড়ি দেয়। এছাড়া কলকাতা, বনগাঁ-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পোড়ামাটির দুর্গামূর্তি, বিভিন্ন টাইলস, দশ অবতার-সহ টেরাকোটার নানান ছবি যাবে। শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। শিল্পীদের প্রায় প্রতি ঘরে ব্যস্ততা

কোলাঘাটের একটি পুজো মণ্ডপ বড় মাপের পুতুল ও পোড়ামাটির হাতি ও ঘোড়া দিয়ে সেজে উঠতে চলেছে। বেশ কিছু ধামসা মাদল-সহ আদিবসীদের বাদ্যযন্ত্র তৈরির বরাত দিয়েছে উদ্যোগক্তারা।
বিভিন্ন মাপের টাইলস ও পুতুলের অর্ডার দেওয়া হচ্ছে। কলকাতা, বনগাঁ-সহ মোট চারটি মণ্ডপে তা পাঠানো হবে। পুজোর আর বেশি দেরি নেই। রাতদিন এক করে কাজ করছেন শিল্পীরাও। বাড়ির মহিলারাও হাত লাগাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Market, #terracotta, #panchmura

আরো দেখুন