দেশ বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা- জনাদেশ নিয়ে ফিরতে চান কেজরিওয়াল?

September 15, 2024 | < 1 min read

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা- জনাদেশ নিয়ে ফিরতে চান কেজরিওয়াল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবগারি দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়েছেন। এবার জেলমুক্তির পরই বড়সড় সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো। জানা যাচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। সাফ জানিয়েছেন, ‘জনতার রায়ে ফিরে আসতে চাই’।

মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফা দেওয়ার পর কি দ্রুত ভোটগ্রহণের পদক্ষেপ শুরু হবে দিল্লিতে? মনে করা হচ্ছে, চলতি বছরের নভেম্বরে মহরাষ্ট্রের সঙ্গে কি দিল্লি বিধানসভার নির্বাচন হবে? উত্তরের অপেক্ষায় রাজনীতির কুশীলবেরা।

সূত্রের খবর, নভেম্বরে নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় নেই। মনে করা হচ্ছে, এখনই বিধানসভা ভেঙে দেওয়া হবে না। আগামী বছরের ফেব্রুয়ারি অবধি অন্য কোনও আপ নেতা মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে দিল্লি চালাবেন। নতুন মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রীরা শীঘ্রই দায়িত্ব নেবেন। অন্যদিকে, কেজরিওয়াল বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চলেছেন বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#arvind kejriwal, #Resignation, #Delhi cm, #aap

আরো দেখুন