হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব আদতে অর্থনীতির চালিকাশক্তি

September 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের আবহে দুগ্গাপুজো বয়কটের ডাক উঠছে। ঢাকি থেকে শুরু করে হকার, ফল বিক্রেতা থেকে আরম্ভ করে ক্যাব চালক, সব্বার মাথায় হাত!

গোটা বাংলার অর্থনীতিকে ঋদ্ধ করে দুর্গাপুজো।

পুজোর প্রস্তুতি শুরু হয় এক বছর আগে।

পুজোকে ঘিরে দেড় লক্ষ কোটি টাকার ব্যবসা হয়। যা রাজ্যের জিডিপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শহরে ৪,৭০০ পুজো হয়। যার মধ্যে আড়াইশোটি পুজো বৃহৎ পরিসরে হয়।

গত বছর দুর্গাপুজোর চার-পাঁচদিনে ৭০,০০০ কোটি টাকার ব্যবসা হয়েছিল।

পুজোর চারদিনে প্রায় পাঁচ লক্ষ মানুষ বাড়তি আয় করেন।

বেলুন বিক্রেতা, ফুচকা বিক্রেতা, সাংস্কৃতিক কর্মীদের মতো লক্ষ লক্ষ মানুষের সারা বছরের ভাতের সংস্থান হয় পুজোকে কেন্দ্র করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#GDP, #Festival, #Durga Puja 2024, #West Bengal, #Economy

আরো দেখুন